Sushmita Sen: শাড়ি পড়ে ধুনুচি নাচ সুস্মিতার, সঙ্গ দিল মেয়ে, রইলো ভিডিও
বাঙালি হিন্দু যেখানেই থাকুক শিকড়ের টান তো থাকবেই। মুম্বইয়ের প্যান্ডেলে পুজো দেখতে গিয়েছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন (Sushmita Sen)।সকলের মঙ্গল কামনা করেন তিনি। পাশাপাশি ধুনুচি নাচেও যোগ দেন।বাবা-মা, দুই মেয়েকে নিয়ে মুম্বইয়ের নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা। পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি। প্রথমে মণ্ডপের ভিতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন অভিনেত্রী। […]