DYFI-SFI: ‘সেকুলার’ বামেদের মন এবার কুম্ভে! গুড়, বাতাসা বিলিয়ে জনসংযোগের চেষ্টা
আপাদমস্তক ‘সেকুলার’ তাঁরা। নিজেরাই সেই দাবি করেছেন বহুবার। অতীতে এই নিয়ে অনেক ঘটনাও আছে। কিন্তু এখন শূন্য বিধানসভায় সদস্য প্রবেশ করাতে মরিয়া তাঁরা। তাই আগামীর দিকে তাকিয়ে এখন রাস্তা–বদল করতে দেখা গেল বামেদের (DYFI-SFI)। নদিয়ার মাঝেরচরের কুম্ভ মেলায় গুড়, বাতাসা বিলি করতে দেখা গেল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এবং ছাত্র সংগঠন এসএফআই- কে। ডিওয়াইএফআই–এসএফআইয়ের হিসেব […]