Salman Khan: সঙ্গীতার সঙ্গে প্রকাশ্যে খুনসুটি, লজ্জায় লাল সলমন!
অর্পিতার ঈদ পার্টি উপলক্ষে বসেছিল তারার হাট।সলমনের হিরোইনদের মধ্যে ভাগ্যশ্রী থেকে, ক্যাটরিনা এসেছিলেন অনেকেই। তবে, সকলের মধ্যেই নজর কেড়েছে ভাইজানের একসময়ের প্রেমিকা সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর খুনসুটি।ঈদ পার্টিতে শুধু সঙ্গীতা এসেছিলেন এমন নয়, বরং যখন তিনি ফিরে যাচ্ছেন তাঁকে গাড়ি অবধি পৌঁছে দিতে আসেন সলমন। আর তখনই সেই খুনসুটি এবং মিষ্টি মুহূর্ত। একসঙ্গে বেড়িয়ে আসছেন […]