Coke Studio Bangla: মেঠো সুরে ‘একলা চলো রে’, ‘কোক স্টুডিও বাংলা’র যাত্রা শুরু
![Coke Studio Bangla2](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/02/Coke-Studio-Bangla2.jpg)
অবশেষে বাংলায় যাত্রা শুরু করল মিউজিক্যাল ফ্র্যাঞ্চাইজি ‘কোক স্টুডিও’। সোমবার ঢাকায় একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কোক স্টুডিও বাংলা’র যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের শিল্পীদের গলায় শোনা যাচ্ছে গানটি। অংশগ্রহণ করেছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় ও শেখ ইশতিয়াক। প্রথম সিজনে থাকছে […]