Elephants Death: তিন হাতিকে ‘হত্যা,’ আস্ত মালগাড়ি ‘বাজেয়াপ্ত’ করল বন দফতর!
ডুয়ার্সে ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হাতির। সোমবার সকালে আলিপুরদুয়ারের রাজভাতখাওয়ায় ট্রেনের ধাক্কায় মারা গেল শাবক-সহ ৩ টি হাতি। জানা গিয়েছে হাতিগুলি মারা গিয়েছে শিলিগুড়িমুখী মালগাড়ির ধাক্কায়। ঘটনাটি ঘটেছে রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকায়। জানা গিয়েছে সোমবার সকাল প্রায় ৭টা ২০ নাগাদ রেল লাইন পেরোনোর সময় শিলিগুড়িগামী একটি মালগাড়ি হাতি গুলিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই শাবক সহ ৩টি […]