England Vs Pakistan: মাঠেই বাবরকে ব্যঙ্গ শাহিনের! হারের মাঝেই ফের প্রকাশ্যে পাকিস্তান দলের গণ্ডগোল

images 56

দুঃসময় কিছুতেই কাটছে না পাকিস্তান ক্রিকেটের। ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারতে হয়েছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতানে লজ্জার নজির। প্রথম ইনিংসে ৫০০-র বেশি রান করেও ইনিংসে হারতে হয়েছে। দলের মধ্যেও যে সব ঠিক নেই, তার ইঙ্গিত মিলেছে বহুবারই। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন ফের প্রকাশ্যে শাহিন-বাবর দ্বন্দ্ব। ২০২২ সালের পর বাবরের ব্যাটে টেস্টে শতরান নেই। […]