Netaji Subhas Chandra: এফবিতে নেতাজিকে ‘আতঙ্কবাদী’ সম্বোধন বিজেপি বিধায়কের

দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে নেতাজি। বলা ভালো নেতাজিকে নিয়ে পুজোর ছলে চলেছে রাজনৈতিক দড়ি টানাটানি। বিজেপিও নতুন করে নেতাজি ভজনায় মেতে উঠেছে। আরএসএস প্রধান পর্যন্ত বলেছেন তারা নাকি নেতাজির পথ অনুসরণ করে চলছেন। আরএসএসের পথ নাকি নেতাজিরই পথ। এমন অবস্থায় এক বিজেপি নেতা নিজের ফেসবুক পেজে নেতাজিকে বেমালুম ‘আতঙ্কবাদী’ বলে বসলেন। সোশ্যাল মিডিয়ায় […]