Ayodhya: মুখ ফেরালেন রাম লালা? রামভূমিতে বিজেপির হার, সরযূর কিনারায় ঠাঁই পেল সাইকেল
খোদ রামভূমিতে (Ayodhya) বিজেপির হার। ফৈজাবাদ আসনে, সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ (Awadhesh Prasad) বিজেপি প্রার্থী লাল্লু সিংকে ৪৮১০৪ ভোটে পরাজিত করেছেন। চলতি বছরেরই জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। অযোধ্যা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিষয়টি বিজেপির নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সেখানেই বিজেপির হারের ঘটনা রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন […]