Feludar Goyendagiri: কবে আসছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’? নতুন পোস্টারে তারিখ জানালেন সৃজিত
![WhatsApp Image 2022 05 30 at 9.14.33 PM](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-30-at-9.14.33-PM-1024x575.jpeg)
ফের একবার ওটিটি প্ল্যাটফর্মে সত্যজিতের ফেলুদাকে হাজির করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক, অভিনেতা এক থাকলেও বদলেছে প্ল্যাটফর্ম! হ্যাঁ, এবার আড্ডাটাইমস নয়, হইচই-তে দেখা যাবে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। সোমবার বিকালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ‘ফেলুদার গোয়েন্দাগিরি.. দার্জিলিং জমজমাট’-এর নতুন পোস্টার শেয়ার করলেন। আর সেই পোস্টারই বলে দিল কবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে দেখা যাবে এই সিরিজ। […]