Feludar Goyendagiri: কবে আসছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’? নতুন পোস্টারে তারিখ জানালেন সৃজিত

WhatsApp Image 2022 05 30 at 9.14.33 PM

ফের একবার ওটিটি প্ল্যাটফর্মে সত্যজিতের ফেলুদাকে হাজির করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক, অভিনেতা এক থাকলেও বদলেছে প্ল্যাটফর্ম! হ্যাঁ, এবার আড্ডাটাইমস নয়, হইচই-তে দেখা যাবে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। সোমবার বিকালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ‘ফেলুদার গোয়েন্দাগিরি.. দার্জিলিং জমজমাট’-এর নতুন পোস্টার শেয়ার করলেন। আর সেই পোস্টারই বলে দিল কবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে দেখা যাবে এই সিরিজ। […]