Cristiano Ronaldo: চাকরি গেল রোনাল্ডোকে ছেঁটে ফেলা কোচের, ভাসছে মোরিনহোর নাম
কোচ ফের্নান্দো সান্তোসকে ছেঁটে ফেলল পর্তুগিজ ফুটবল সংস্থা (Cristiano Ronaldo)। এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। নতুন কোচ শীঘ্রই বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে। দৌড়ে এগিয়ে রয়েছেন হোসে মোরিনহো। তাঁকে না পাওয়া গেলে পাওলো ফনসেকার দায়িত্বে আসা কার্যত নিশ্চিত। রোনাল্ডোর বিশ্বকাপে খালি হাত থেকে বিদায়ের পেছনে অনেকে দায়ী করেছিলেন তাঁকে। সুইজারল্যান্ড ম্যাচে […]