FeverPhone App: আর থার্মোমিটারের দরকার নেই! এবার জ্বর মাপবে স্মার্টফোন
জ্বরে পুড়ে যাচ্ছে গা। অথচ হাতের কাছে নেই থার্মোমিটারটা। এই পরিস্থিতিতে কী করা যায়? হাতের কাছে স্মার্টফোনটা তো আছে! ব্যস! তাহলে আর থার্মোমিটারের প্রয়োজন পড়বে না। কীভাবে? আসলে তৈরি করা হয়েছে একটা অ্যাপ। যার মাধ্যমে গোটা স্মার্টফোনটাকেই একটা থার্মোমিটার বানিয়ে ফেলা যাবে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অ্যাপটি বানিয়েছেন। যদিও অ্যাপল ওয়াচে অনেকদিন আগে থেকেই এই ফিচার […]