Russia-Ukraine War: এবার ফিনল্যান্ড আক্রমণের প্রস্তুতি পুতিনের! নেটোয় ঢুকতে চাওয়ার জের

russia scaled

রাশিয়ার হুমকি অগ্রাহ্য করে ন্যাটোর সদস্যপদ চেয়েছিল ইউক্রেন (Ukraine)। তারপরই পুতিনের রোষে কার্যত ছারখার হয়ে গিয়েছে দেশটি। এবার মস্কোর হুঁশিয়ারি উড়িয়ে ন্যাটো জোটে শামিল হওয়ার দাবি জানিয়েছে ফিনল্যান্ড। আর তারপরই দেশটির আকাশসীমায় ঢুকে পড়েছে রুশ অ্যাটাক হেলিকপ্টার। ফলে আশঙ্কা করা হচ্ছে, এবার ফিনল্যান্ডে আক্রমণ চালাতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানা গিয়েছে, গত বুধবার ফিনল্যান্ডের […]