Flying Car: ঘণ্টায় ১৩০ কিলোমিটার! দুবাইয়ের আকাশে উড়ল চালকহীন গাড়ি
এত দিন তার কথা আলোচনা হয়েছে কল্পবিজ্ঞানে৷ এ বার গল্পের বইয়ের পাতা, সিনেমার পর্দা ছেড়ে বাস্তবেই হাজির উড়ন্ত গাড়ি৷ শুধু হাজির হওয়াই নয়৷ জনসমক্ষে রীতিমতো উড়েও দেখাল সেই উড়ুক্ক যান৷ হেলিকপ্টারের মতো দেখতে সেই আকাশগাড়ি তৈরি করেছে চিনা বৈদ্যুতিন গাড়ি নির্মাতা জেপেং আইএনসি৷ প্রথম বার তাদের তৈরি সেই উড়ুক্ক গাড়ি প্রকাশ্যে উড়ল৷ বিজ্ঞানের নবাগত এই […]