সমালোচনার মুখে খুচরো খাদ্যদ্রব্য থেকে সরল GST, কোন কোন জিনিসের দাম কমল?
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে অগ্নিমূল্য বাজারদর। কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর আরও চাপল মুদ্রাস্ফীতির বোঝা। দেশে নতুন জিএসটির হার কার্যকর হতেই আরও দামি হয়ে উঠল বহু পণ্যসামগ্রী। বলা হয়েছিল, ১৮ জুলাই থেকে লেবেল বসানো এবং প্যাকেটজাত দ্রব্য কিনলে দিতে হবে কর। এমনকি খুচরো বা আলগা কোনও খাদ্যদ্রব্য কিনলেও জিএসটি গুনতে হবে । প্রতিবাদে […]