FIFA World Cup Qatar 2022: লড়াই করেও জিততে পারল না মরক্কো, বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স
শক্তিশালী ফ্রান্সের কাছে রূপকথার দৌড় থামল মরক্কোর। বিশ্বকাপের এই পর্যায়ে কোনও দলকেই শক্তিশালী দুর্বল হিসেবে বেছে নেওয়া যায় না। মরক্কোর ‘পার্ক দ্য বাস’ পরিকল্পনা এই ম্যাচের আগে অবধি কাজে লেগেছে। তবে ফ্রান্সের দৌড় থামাতে পারল না অ্যাটলাস লায়ন্সের রক্ষণ। এমাবাপে, অলিভিয়ের জিরো, গ্রিজম্যানরা গোল না করলেও জয়ে বড় ভূমিকা নিলেন। দুটি রেকর্ড গোলে ফ্রান্সের ২-০ […]