Mumbai: ৪ তলা থেকে শিশু সোজা কোলে এসে পড়ল ফল বিক্রেতার, ভর্তি হাসপাতালে
বহুতলের বারান্দায় খেলছিল ছোট্ট ৪ বছরের দেবশী সাহানি। আর চারপাঁচজন ৪ বছরের শিশুর মতো, সেও চলার সময়ে একটু নড়বড়ে হয়েই হাঁটে। এমন সময়ই দেহের ভারসাম্য বজায় না রাখতে পেরে ওই শিশুকন্যা বহুতল থেকে পড়ে যায়। এদিকে, বহুতলের নিচে বসে নিজের ফলের ব্যবসা সামলাচ্ছিলেন এক বিক্রেতা। বহুতল থেকে পড়ে ওই শিশু সোজা পড়ে বিক্রেতার কোলে। বরাত […]