Petrol Diesel Price: অপরিশোধিত তেলের দামে পতন! কলকাতায় পেট্রল কত?
ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশগুলির জন্য দারুণ সুখবর। আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে কমেছে অপরিশোধিত তেলের দাম। একলাফে 7 শতাংশেরও বেশি পতন হল Crude Oil-এর দামে। যার জেরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছে ব্যারেল প্রতি 113.1 ডলারে। শুক্রবার এই রেট ছিল 119 ডলার। নিঃসন্দেহে এই দামের মতো ভারতের জন্য স্বস্তির খবর। বিশেষ করে যে সরকারি তেল […]