মদের গ্লাস হাতে ওয়ার্নকে শেষ বিদায় জানাল পরিবার, বন্ধুরা

warn

রবিবার মেলবোর্নের সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে একটি প্রাইভেট অনুষ্ঠানে শেষকৃত্য সম্পন্ন হল কিংবদন্তি ক্রিকেটারের। মেলবোর্নের মুরাবিন ওভালে নিয়ে আসা হয় ওয়ার্নের কফিনবন্দি মরদেহ। ছেলে জ্যাকসনের কাঁধে চেপে এলেন শায়িত কিংবদন্তি। ওভালে এক রাউন্ড ঘোরানো হয় ওয়ার্নের কফিনবন্দি দেহ। এরপর ছেলে জ্যাকসন, দুই মেয়ে সামার এবং ব্রুক ওয়ার্ন বাবার কফিনে চুম্বন করে তাঁকে বিদায় জানায়। ছিলেন […]