Bharat: বিরোধী জোটের India নামের জের, সরকারি ভাবে নামই বদলে গেল দেশের?
সরকারি ভাবে দেশের নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এই অভিযোগ করেন। জি২০ শীর্ষ সম্মেলনের একটি আমন্ত্রণ পত্রের উদাহরণ টেনে তাঁর এই চাঞ্চল্যকর অভিযোগ। সঙ্গে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকেও তোপ দেগেছেন এই নিয়ে। লোকসভা নির্বাচনের আগেভাগে I.N.D.I.A. নামকরণে চমক দিয়েছে বিরোধী জোট। এবার […]