আঁধারে রাষ্ট্রপতি পদপ্রার্থীর আদি বাড়ি! ভারতে এখন সব গ্রামে বিদ্যুৎ: মিউনিখে দাবি মোদীর
রবিবার মিউনিখে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারত এখন প্রস্তুত, প্রস্তুত এবং অধৈর্য। ভারত অধৈর্য, উন্নতির জন্য, উন্নয়নের জন্য। ভারত তার স্বপ্নের জন্য, স্বপ্ন পূরণের জন্য অধৈর্য।” প্রধানমন্ত্রী মোদী মিউনিখের অডি ডোমে জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতা করেন। নরেন্দ্র মোদী রবিবার বলেন, “কোটি কোটি ভারতীয় একসঙ্গে যেভাবে বড় লক্ষ্য অর্জন করেছে, […]