Ganga Vilas Cruise: থাকবে জিম-স্পা, পথে পড়বে বাংলাদেশ, কেমন হবে ভারতের ‘গঙ্গা বিলাস’
আগামী ১৩ জানুয়ারি এমভি গঙ্গা বিলাসের ( MV Ganga Vilas) সঙ্গে বিশ্বের দীর্ঘতম নদীর ভ্রমণ ক্রূজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী হয়ে ডিব্রুগড় যাবে সেই ক্রুজ। মাঝে পেরতে হবে বাংলাদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ৫০ দিন ধরে ৩২ হাজার কিলোমিটার পথ পেরবে এই ক্রুজ। বেশ কয়েকটি ‘হেরিটেজ’ সহ মোট ৫০ টি গুরুত্বপূর্ণ স্থাপত্য […]