Gangajal GST: গঙ্গাজলের উপর ১৮ শতাংশ জিএসটি? কংগ্রেসের অভিযোগের পাল্টা বিবৃতি কেন্দ্রের

গঙ্গাজলের (Gangajal) উপরেও জিএসটি বসাচ্ছে সরকার! এই দাবি তুলে কেন্দ্রকে তোপ দাগল কংগ্রেস (Congress)। হাত শিবিরের দাবি, লুটপাটের চরম সীমায় পৌঁছে গিয়েছে কেন্দ্র সরকার (Central Government)। তবে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, গঙ্গাজল বা পুজোর কাজে ব্যবহৃত কোনও জিনিসের উপরেই জিএসটি বসানো হচ্ছে না। প্রসঙ্গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় খবর ছড়ায়, পুজোয় ব্যবহৃত নানা […]