Garbha Sanskar: গর্ভে থাকতেই পড়ানো হবে গীতা, রামায়ণ! সংস্কারী সন্তানের জন্ম চায় RSS
শিশুদের শিক্ষার জন্য নতুন পথের কথা ভেবেছে আরএসএস। তাদের শাখা সংগঠন ‘সমবর্ধিনী ন্যাস’-এর তরফে জানানো হয়েছে, এবার মায়ের গর্ভ থেকে শিশুদের গীতা আর রামায়ণ পড়ানোর কথা ভাবছে তারা। আর এই লক্ষ্যে ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গিয়েছে এই সংগঠন। তাদের এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘গর্ভ সংস্কার’। আরএসএস জাতীয় সংস্থার সভাপতি মাধুরী মারাঠে সোমবার সংবাদমাধ্যমকে জানান, […]