Gauhar Khan: ৪০তম জন্মদিনের আগেই মা হলেন ‘বিগ বস্’ বিজেতা গওহর
বিয়ের ২ বছর পর মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গওহর খান। বৃহস্পতিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন গওহর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর দিলেন গওহর। প্রখ্যাত বলিউড সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ। পেশায় কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া স্টার। ২০২০ সালের জুলাই মাসে তাঁদের আলাপ হয়। বন্ধুত্ব প্রেম জমে ওঠে। […]