Gaurav-Ridhima: গৌরব-ঋদ্ধিমার কোলজুড়ে নয়া অতিথি, দাদু হলেন ‘ফেলুদা’
গৌরব-ঋদ্ধিমার পরিবারে নতুন সদস্যের আগমন। ঋদ্ধিমা ঘোষের (Ridhima Ghosh) কোল আলো করে এল ফুটফুটে পুত্রসন্তান। দিনকয়েক আগে দেখা গিয়েছে সাধের অনুষ্ঠান হয়েছে জ-মজমাটভাবে ঋদ্ধিমার। গৌরব বলেছিলেন, এই আয়োজন দুই বাড়ির বাবারা মিলে করেছেন। ঋদ্ধিমারর মায়ের অভাব কোনওভাবেই তাঁকে বুঝতে দিতে নারাজ সকলেই। শুধু তাই নয়, এই গোটা জার্নিতে ঋদ্ধিমাকে রীতিমতো আগলে রেখেছিল গৌরব। আরও পড়ুন: […]