Google Gemini AI: বিনামূল্যে মনের মতো ছবি দেবে গুগল জেমিনি, টেক্কা চ্যাটজিপিটিকে
ওপেন এআই-কে এবার টক্কর দেবে গুগলের জেমিনি। শুধু কেমন ছবি চাই, লিখে দিলেই হল। হ্যাঁ, একেবারে ওপেন এআই-এর মতোই। টেক্সট প্রম্পট অনুযায়ী ছবি নিয়ে হাজির হবে জেমিনি। অফিসের প্রেজেন্টেশন থেকে কলেজের প্রজেক্ট – যেখানে খুশি ব্যবহার করা যাবে। ইউজারের কল্পনাকে রঙে, ছন্দে ফুটিয়ে তোলাই এর কাজ। এখন প্রশ্ন হল, ওপেন এআই বা চ্যাট জিপিটি-র থেকে […]