Gina Lollobrigida: প্রয়াত হলিউডের ‘সেক্স সিম্বল’ জিনা লোলোব্রিজিয়া, ছিলেন মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত
সোমবার প্রয়াত হয়েছেন বিশ্ব সিনেমার ‘স্বপ্নসুন্দরী’! অভিনয়ের পাশাপাশি পর্দায় যাঁর আবির্ভাবটুকুও ছিল অনেকখানি। ১৯৫০ ও ৬০-এর দশকে তাঁর যৌন আবেদন মুগ্ধ ছিল গোটা বিশ্ব। তৎকালীন বিনোদন পত্রিকাগুলি জিনাকে ‘বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী’ ঘোষণা করেছিল। জিনার প্রপৌত্র ফ্রাঞ্চেস্কো লোলোব্রিজিদা, যিনি বর্তমানে ইটালির (Italy) কৃষিমন্ত্রী, তিনিই প্রথম টুইট করে জিনার মৃত্যুসংবাদ জানান। যা শুনে শোকস্তব্ধ হয় হলিউড (Hollywood)। […]