Sandhi Puja: ৪৮ মিনিটের মধ্যেই সারতে হবে সন্ধিপুজো!

sandhi pujo

সন্ধিপুজো হল দুর্গাপুজোর সবচেয়ে উল্লেখযোগ্য একটি অধ্যায় বা পর্ব। মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণেই বিশেষ আচার মেনে পালিত হয় এই গুরুত্বপূর্ণ শুভক্ষণ। দুর্গাপুজোর নিয়ম অনুসারে, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও মহানবমী তিথির প্রথম ২৪ মিনিট নিয়ে মো ৪৮ মিনিটের মধ্যে এই পুজো পালিত হয়। মহাষ্টমীর সকালে অঞ্জলি না দিলেও সন্ধিপুজো অঞ্জলি ও পুজো করা অপরিহার্য। […]