Good Luck Sign: বাড়িতে পায়রা আসছে? এটি শুভ না অশুভ
আমাদের সঙ্গে প্রায় প্রতিদিন সাধারণ ভাবে যে সব ঘটনা ঘটতে থাকে, সেগুলি বিভিন্ন ইঙ্গিত দিয়ে থাকে (Good Luck Sign)। এখন দেখে নেওয়া যাক বাড়িতে পায়রার আনাগোনা শুভ না অশুভ, কীসের ইঙ্গিত দিয়ে থাকে। শাস্ত্র অনুসারে বাড়িতে পায়রার উড়ে আসা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। যদি কোনও পায়রা উড়ে আপনার বাড়ির ছাদ বা বারান্দায় এসে […]