Kohli vs Gambhir: ঝগড়ার সময় কোহলি-গম্ভীর পরস্পরকে কী বলেছিলেন? জানালেন প্রত্যক্ষদর্শী

koholi

সোমবার লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল। বিশেষ করে ম্যাচের পরে কোহলি এবং গম্ভীরের ঝামেলা নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে। খেলা শেষ হওয়ার পর কোহলির কাছে যান লখনউয়ের কাইল মেয়ার্স। কোহলি কেন তাঁদের সম্পর্কে খারাপ মন্তব্য করছেন জানতে চান। সে সময় গম্ভীর এসে সরিয়ে নিয়ে যান মেয়ার্সকে। তার […]