এক সপ্তাহের মধ্যেই সস্তা হচ্ছে ভোজ্য তেল, লিটারে ১০ টাকা কমানোর নির্দেশ
![edible oil](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/07/edible-oil-1024x532.jpg)
আন্তর্জাতিক বাজারে কমেছে ভোজ্য তেলের দাম। তাই ভারতেরও তা কমাতে হবে। বুধবার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক দেশের ভোজ্য তেল উত্পাদক সংস্থাগুলিকে নির্দেশ গিয়েছে এক সপ্তাহের মধ্যে রান্নার তেলের দাম কমাতে হবে লিটারে ১০ টাকা। শুধু তাই নয়, একই ব্রান্ডের তেলের দাম দেশজুড়ে একই রাখতে হবে। দেশে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের যে পরিমাণ ভোজ্য তেলের প্রয়োজন […]