Sania Mirza: চলতি মরসুমের পরই টেনিস থেকে অবসর, জানালেন সানিয়া মির্জা
এবার কোর্টকে বিদায় জানাবেন। সিদ্ধান্তটা নিয়েই ফেললেন সানিয়া মির্জা। শেষবারের মতো আন্তর্জাতিক মঞ্চে কবে ব়্যাকেট হাতে দেখা যাবে ভারতীয় টেনিস তারকাকে, বুধবার সে কথাও নিজেই জানিয়ে দিলেন সানিয়া। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) প্রথম রাউন্ডে হারের পর নিজেই জানালেন, চলতি মরসুমটাই তাঁর শেষ। আগামী মরসুম থেকে আর কোর্টে দেখা যাবে না শোয়েব মালিকের (Shoaib Malik) […]