Ananta Maharaj : রাজ্যসভায় শপথ নিয়েই বাংলা ভাগের দাবি, গ্রেটার কোচবিহার তাস বের করলেন অনন্ত মহারাজ

cooch bihar

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিয়েই বাংলা ভাগের দাবি করলেন বিজেপির নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ (Ananta Maharaj)। যা নিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের রাজ্যসভার (Rajya Sabha) মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় সাফ জানিয়েছেন, বিজেপি বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতা করলেও তাদের বাংলা ভাগের চক্রান্ত সফল হবে না। তবে অনন্ত মহারাজের এই দাবি ঘিরে অস্বস্তিতে পড়েছে বিজেপি (BJP)। […]