Greg Chappell: চরম আর্থিক কষ্টে ভারতীয় বিতর্কিত কোচ গ্রেগ চ্যাপেল
বিশ্বক্রিকেটের অন্যতম সেরা মহাতারকা তিনি। অস্ট্রেলিয়া তো বটেই ক্রিকেট বিশ্বের সম্ভ্রম জাগানো ব্যক্তিত্ব তিনি। সেই গ্রেগ চ্যাপেল(Greg Chappell)-ই এখন আর্থিক দুরবস্থা জেরবার। কার্যত অসহায় অবস্থায় তিনি। সাধারণভাবে জীবনযাপন করতেও হিমশিম খেতে হচ্ছে চ্যাপেলকে। কিংবদন্তির দুরবস্থায় এবার পাশে দাঁড়িয়েছেন তাঁর বন্ধুবান্ধবরা। অনলাইনে ত্রাণ তহবিল ক্যাম্পেনিং চালু করেছে তাঁর বন্ধুরা। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বিতর্কিত এক […]