Gufi Paintal: প্রয়াত মহাভারতের ‘শকুনি মামা’ অভিনেতা গুফি পেন্টাল
প্রয়াত গুফি পেন্টাল (Gufi Paintal Passed Away)। ‘মহাভারত’ ধারাবাহিকের শকুনি মামার চরিত্রে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বর্ষীয়ান অভিনতা ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৩১ মে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সে ভাবেই কেটেছে মাঝের ক’টা দিন। ৫ জুন প্রয়াত হলেন অভিনেতা গুফি পেন্টাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল […]