Gujarat: ‘ড্রাই স্টেট’ গুজরাটে বিষমদের বলি ২৪, হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জন
বিষমদ খেয়ে ‘ড্রাই স্টেট’ গুজরাটের বিভিন্ন জায়গায় মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। ৩০ জন হাসপাতালে ভরতি আছেন। তাঁদের মধ্যে প্রায় ১৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেমেছে গুজরাটের সন্ত্রাস দমন শাখাও (এটিএস)। বারওয়ালা তালুক থেকে ১৫ জন এবং ধাদুকা তালুকে নয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রাসায়নিক সরবরাহকারী […]