BBC Documentary: গুজরাত দাঙ্গার ভুত ! বিবিসির তথ্যচিত্রের সমর্থন আমেরিকার
প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিবিসির তৈরি তথ্য়চিত্রকে পূর্ণ সমর্থন করছে আমেরিকা। নিন্দা করছে এই তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করতে সরকার গৃহীত পদক্ষেপকে। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মাইক পেন্স বলেন, আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে। বিশ্বাস করে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর। আমেরিকার গুরুত্ব দেয় সব ধর্মের সমানাধিকারকে। একটি দেশের গণতান্ত্রিক ভিত মজবুত করতে বাক স্বাধীনতা এবং সব ধর্মের সমানাধিকার অত্যন্ত […]