৫০% গ্রাহক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা যাবে সেলুন -পার্লার, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

BEAUTY SALON

৫০ শতাংশের উপস্থিতিতে রেস্তরাঁ, পাব, সিনেমা হলগুলি খুলে রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তাই একই ভাবে সালোঁ কিংবা বিউটি পার্লারগুলি খোলারও ছাড়পত্র দিল প্রশাসন। ৫০ শতাংশ আসন নিয়ে সেলুন ও বিউটি পার্লার খোলায় সবুজ সংকেত দিল রাজ্য সরকার। স্বাভাবিক ভাবেই এই ছাড়ে স্বস্তিতে সালোঁ ব্যবসায়ীরা। গত ২ জানুয়ারি রাজ্য সরকার জানিয়েছিল ৩ জানুয়ারি থেকে সুইমিং […]