Kailash Kher: হিন্দি গান কেন গাইছেন? কর্নাটকে কৈলাস খেরকে লক্ষ্য করে ছোঁড়া হল বোতল
কর্ণাটকে অনুষ্ঠান করতে গিয়ে আক্রান্ত গায়ক কৈলাশ খের। হাম্পিতে চলছিল সেই অনুষ্ঠান। কড়া নিরাপত্তা ভেদ করে জলের বোতল ছুঁড়ে মারা হয় গায়কের দিকে। ততক্ষণাৎ ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। ওই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম্পি উৎসব। তাতেই যোগ দেন কৈলাশ। তাঁর টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন যে তিনি হাম্পি উৎসবে পারফর্ম করতে […]