HDFC: টার্গেট পূরণ হয়নি, সহকর্মীদের গালাগাল কলকাতার ব্যাঙ্ক ম্যানেজারের
সহকর্মীদের অশালীন গালিগালাজ করায় সাসপেন্ড করা হল এইচডিএফসি ব্যাঙ্কের ম্যানেজারকে৷ কলকাতার ওই উচ্চপদস্থ কর্তার নাম পুষ্পল রায়৷ ব্যাঙ্কের সহকর্মীদের সঙ্গে একটি মিটিংয়ে তাঁর কদর্য আচরণ ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দেখা যায়, সহকর্মীদের কুৎসিত ভাষায় অপমান করছেন ব্যাঙ্কের কলকাতা শাখার ক্লাস্টার হেড পুষ্পল। কথা বলছেন চিৎকার করে। ভিডিওতে দেখা যাচ্ছে, জুম কলে বাংলা ভাষায় […]