Poonam Pandey: সকালে জরায়ু ক্যানসারে পুনম পাণ্ডের মৃত্যুর খবর, রাতে বাড়ছে ধোঁয়াশা
প্রয়াত পুনম পাণ্ডে। মাত্র ৩২ বছর বয়সে মৃত্যু হল এই বলিউড তারকার। শুক্রবার, ২ ফেব্রুয়ারি পুনমের ম্যানেজার পারুল চাওলা এই দুঃসংবাদ শেয়ার করেছেন। পুনম পাণ্ডের ইনস্টাগ্রামে এই খারাপ খবরটি শেয়ার করেছেন পারুল। সেখানে লেখা হয়েছে, “বৃহস্পতিবার রাতে মৃত্যু ঘটেছে পুনমের।” অভিনেত্রীর ইনস্টাগ্রামের পোস্টে লেখা, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি জরায়ুর ক্যানসারে আমরা আমাদের প্রিয় পুনমকে হারায়েছি। দুঃখের […]