বিসমিল্লাহ ও বেনারস- এক এবং অবিচ্ছেদ্য! ১০৬ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
মেহেনাজ পারভিন ওস্তাদ বিসমিল্লাহ খান সম্পর্কে একটি গল্প বারবার শুনতে পাওয়া যায় যা এইরকম: তাঁর এক মার্কিন সফরে, একজন আমেরিকান ভদ্রলোক খান সাহেবের একটি অনুষ্ঠানে এসেছিলেন। বিত্তশালী সেই ভদ্রলোক খান সাহেবের সানাইয়ের সুরে মুগ্ধ হয়েছিলেন। তিনি বিসমিল্লাহ খানকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বাড়ি কিনে দিতে চান আর বলেন সেখানে থেকে যেতে। খান সাহেব উত্তরে বলেন, যে […]