Holi Celebration 2023: চিতাভস্ম দিয়ে খেলা হয় হোলি, শিবের পছন্দের এই উৎসব কোথায় হয় জানেন?
শ্মশান। শব্দটাকে যেন জড়িয়ে রয়েছে ভয়, বিষাদ, দুঃখ, ব্যথা। প্রিয়জনকে শেষ বিদায় জানানোর বেদনা। এমন জায়গায় কি কোনও দিন হোলির মতো আনন্দ উৎসব পালন করা সম্ভব? উত্তরটা যে হ্যাঁ, তা বলাই বাহুল্য। কারণ, সত্যি সত্যিই ভারতে এমন শ্মশান রয়েছে যেখানে ধুমধাম করে পালিত হয় হোলির আনন্দ উৎসব। কিন্তু, শুধু রং দিয়ে নয়। এই হোলি খেলার […]