Holi reel: মেট্রোতে গায়ে রঙ মাখিয়ে ঢলাঢলি! অবশেষে ২ তরুণীকে গ্রেপ্তার দিল্লি পুলিশের
দোলের দিনে মেট্রোয় ‘অশ্লীল’ ভিডিও বানানো দুই তরুণীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ (Delhi Police)। রিলকাণ্ডে অভিযুক্ত দুই তরুণীর বিরুদ্ধে ৮ এপ্রিল IPC-এর ধারা ২৯৪ (অশ্লীল কাজ এবং গান) এবং ৫৯ ধারা মেট্রো রেলওয়ে (পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ) আইনে অভিযোগ দায়ের হয়। অবশেষে গ্রেপ্তার করা হল তাঁদের। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মেঝেতে বসেই এক অপরের সঙ্গে […]