Kajol: শনিবার দক্ষিণেশ্বরে পুজো, রবিবাসরীয় মেঘলা সকালে পার্কস্ট্রিটে শুটিং কাজলের
শনিবারই মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়েছেন কাজল (Kajol)। সঙ্গে ছেলে যুগও ছিল।এর আগে শান্তিনিকেতন ঘুরে এসেছেন তিনি। ররিবারের সকালে পার্ক স্ট্রিটে দেখা গেল অভিনেত্রীকে। পরনে গোলাপি রঙের জাম্পস্যুট, চোখে রোদচশমা। ‘ফ্লুরিজ়’-এর সামনে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। এ দিকে সকালে পার্ক স্ট্রিটের রাস্তায় পুলিশ মোতায়েন, অভিনেত্রীকে দেখে ইতিউতি উঁকি দিচ্ছেন পথচারীরা। তবে একা কাজল […]