ময়লা জমে বন্ধ বেসিনের পাইপ? এই কৌশলে মিটিয়ে ফেলুন সমস্যা
বেসিনের পাইপ বন্ধ (Choked Basin) হয়ে যাওয়া মানে ভয়ানক সমস্যা। বিশেষ করে দেখা যায় অফিস টাইমেই এই সমস্যা বেশি দেখা দিচ্ছে। বাড়ির পরিচারিকা হন বা পরিবারের সদস্য বেসিন ব্যবহারের ক্ষেত্রে সকলেই প্রায় উদাসিন। চায়ের পাতা, ভাত, ডাল, আটা, চর্বি বা তেলজাতীয় জিনিস এমনকি প্লাস্টিকের টুকরোও বেসিনের পাইপে ফেলে দেওয়া হয়। বেশিরভাগেরই ঘারণা পাইপ দিয়ে সেই […]