India’s first Underwater Metro: জলের তলায় জুড়ে গেল কলকাতা-হাওড়া! গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো
১২ এপ্রিল, ২০২৩, ইতিহাসের পাতায় নাম লেখাল কলকাতা মেট্রো (Kolkata metro) রেল। দেশের মধ্যে প্রথমবার নদীর তলা দিয়ে ছুটল মেট্রো। গঙ্গার উপর দিয়ে কলকাতা ও হাওড়া (Howrah) শহরকে প্রথম জুড়েছিল হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এবার সেই ব্রিজের কাছেই গঙ্গার (Ganges) তলা দিয়ে জুড়ে গেল দু’টি শহর। বহু বাধাবিপত্তি পার করে কলকাতা থেকে হাওড়া পৌঁছে […]