Hrithik-Saba: পার্টিতে প্রেমিকার জুতো বইলেন হৃতিক! ‘এমন বাধ্য প্রেমিক চাই’, দাবি নেটপাড়ার
হৃতিক রোশন এবার ফ্রেমবন্দি হলেন প্রেমিকা সাবা আজাদের জুতো হাতে। সদ্যই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের গ্র্যান্ড লঞ্চে হাজির ছিলেন বি-টাউনের এই চর্চিত প্রেমিক যুগল, সেখানেই সাবার জুতো হাতে পাওয়া গেল হৃতিককে। যা দেখে ধন্য ধন্য করছেন অনুরাগীরা। হাই হিল জুতো পরে চলার ঝক্কি কম নয়। সেই জুতো পরেই হয়ত পা ব্যাথা হয়ে গিয়েছিল সাবার, […]