HS Exam Answer Sheet : রাস্তায় উদ্ধার উচ্চমাধ্যমিকের রাষ্ট্র বিজ্ঞানের উত্তরপত্র! কোচবিহারে শোরগোল
পাঁচ দিন আগেই শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে সামনে এল এক তাজ্জব ঘটনা। রাস্তায় পরে বান্ডিল বান্ডিল উচ্চমাধ্যমিকের খাতা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) খোকসাডাঙ্গা থানার বটতলা এলাকায়। সাতসকালে এরম ঘটনা সামনে আসতেই শোরগোল গোটা এলাকায়। প্লাস্টিক বস্তায় পাঁচটি কাগজের প্যাকেটে ছিল। প্রায় ২৫০টি উত্তরপত্র উদ্ধার হয়েছে৷ কোচবিহারের স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল জানান, […]