প্রাপ্তবয়স্ক না হলে খোলা যাবে না Instagram অ্যাকাউন্ট
ইনস্টাগ্রাম প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্ম। এদিকে সেখানে অল্পবয়সী টিনেজার, এমনকি শিশুর সংখ্যাও নেহাত্ কম নয়। এবার তাতেই নজর দিলেন নির্মাতারা।এবার বয়সের প্রমাণ হিসাবে অন্যান্য পদ্ধতির পাশাপাশি দিতে হবে প্রমাণপত্র।ড্রাইভার্স লাইসেন্সের মতো আইডি কার্ড ব্যবহার করা যেতে পারে। সেই কার্ডের ছবি আপলোড করার মাধ্যমে বয়সের প্রমাণ দিতে হবে। কোন পদ্ধতিতে এটি করলে সবচেয়ে সহজ হবে, তাই নিয়ে আলোচনা […]